কালিয়াকৈরে স্বামীর হাতে স্ত্রী খুন
Advertisements

গাজীপুরের কালিয়াকৈরে স্বামীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় এঘটনা ঘটে। পুলিশ স্বামী লিটনকে আটক করেছে।

হত্যার শিকার ওই নারী নাম সালমা আক্তার (২২)। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার মুক্তিনগর গ্রামের মো. লিটন মিয়ার স্ত্রী। নিহত সালাম পোশাক শ্রমিক ছিলেন। ওই দম্পতি উপজেলার পল্লীবিদ্যুত এলাকার আব্দুল বাসেদের বাড়িতে ভাড়ায় থাকতেন।

ঘটনা দিন সকালে পারিবারিক কলহের জেরে স্বামী লিটন (৩৫) তার স্ত্রী সালমা আক্তারকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সালামার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে লিটনকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, এঘটনায় নিহতের পিতা শাহ আলম বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisements