গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ পূর্বপাড়া গ্রামে পুত্রবধূ আগুন দিয়ে শাশুড়ি বাহাত্বন বেগমের মুখের কিছু অংশ পুড়িয়ে দিয়েছে এমন অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ এপ্রিল) এ ঘটনাটি ঘটেছে। জমি লিখে না দেওয়ায় ছেলে শাহ আলমের স্ত্রী ফারজানা আক্তার ক্ষুব্ধ হয়ে রান্নার চুলা থেকে আগুন ধরা লাকড়ি দিয়ে শাশুড়ি বাহাত্বন বেগমের মুখে একাধিক আঘাত করে।
শাশুড়ি বাহাত্বন বেগম এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার চেয়েছেন। তবে ছেলের হুমকি-ধামকিতে বাহাত্বন বেগম থানায় অভিযোগ করতে সাহস পাননি বলে জানান।
বাহাত্বন বেগম জানান, স্বামী মরে যাওয়ার আগেই তার নামে ৩৩ শতাংশ জমি লিখে দিয়ে যান। সেই জমি থেকে মেয়েকে সাড়ে ১৭ শতাংশ জমি লিখে দেওয়াতে ছেলে শাহ আলম ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে নানাভাবে অত্যাচার নির্যাতন করে। এ বিষয়ে স্থানীয় গ্রাম্য মাতাবর ও আত্নীয়-স্বজনের কাছে বিচার চেয়েছি।
অভিযুক্ত ছেলে শাহ আলম ও স্ত্রী ফারজানা আক্তারের মোবাইলে একাধিকবার যোগযোগ করেও তাদের পাওয়া যায়নি।