কালিয়াকৈরে ফেনসিডিলসহ যুবক আটক
Advertisements

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকা থেকে ৩২৫ বোতল বিদেশি ফেনসিডিলসহ মো. শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি জয়পুরহাটের পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর মনিপুর এলাকার আব্দুল মজিদের ছেলে।

শনিবার (২৭ মার্চ) ভোরে গাজীপুর র‍্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাব-১ সূত্রে জানা যায়, শনিবার ভোরে ফেনসিডিলের একটি বড় চালান গাজীপুরের দিকে আসতেছে-এমন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালবাথান মেসার্স তুরাগ সিএনজি ফিলিং স্টেশনের সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে র‍্যাব। এসময় ৩২৫ বোতল বিদেশি ফেনসিডিলসহ শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এছাড়া একটি পিকআপ, নগদ এক হাজার ৭৬০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে ফেনসিডিল পৌঁছানোর জন্য পিকআপ ব্যবহারের কৌশল অবলম্বন করেন। গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisements