কাপাসিয়ায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ট্রলারকে জরিমানা
Advertisements

আজ ১৩ সেপ্টেম্বর (রবিবার) কাপাসিয়া উপজেলায় সিংহশ্রী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে বাদ্যযন্ত্র বাজিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুরে হজরত সৈয়দ আহম্মদ (রঃ) এর দরগাহ শরীফ, যা কেল্লা শহীদ মাজার নামে সুপরিচিত, যাওয়ার পথে একটি ট্রলার আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোসাঃ ইসমত আরা।

সারেজমিনে দেখা যায় প্রায় ৫০ জনের উপরে লোক নিয়ে মাজারের উদ্দেশ্যে রওনা করা ছোট ঐ ট্রলারটিতে পিকনিকের মত আয়োজন ছিল এবং বাদ্যযন্ত্রের সাথে তাদের নাচ-গান চলছিল। এ সময় সামাজিক দূরত্ব না মানা, স্বাস্থ্যবিধি না মেনে নৌকার অধিকাংশ লোক মাস্ক না পড়ার জন্য সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ তে ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এসময় কাপাসিয়া থানা পুলিশ বাহিনীর সদস্যগণ সহযোগিতা করেন।

Advertisements