কাপাসিয়ায় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
Advertisements

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আজ (২৫ আগস্ট) রোজ বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবসের কর্মসূচি হিসেবে কাপাসিয়ার সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এম এ গনি, বীর মুক্তিযোদ্ধা মাঈন উদ্দিন আহমেদ সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্বরণে দোয়া করা হয়।

Advertisements