কাপাসিয়ায় ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রি
Advertisements

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সোমবার (১৪ জুন) রাতে ব্যবস্থাপত্র ছাড়া গবাদি পশুর ঔষধ বিক্রির অভিযোগে এক দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দন্ডিত মো. জাহিদুল ইসলাম, স্থানীয় সাফাই শ্রী এলাকার ঔষধ বিক্রেতা। কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ইউএনও মোসা. ইসমত আরা জানান, বিধি মোতাবেক রেজিস্ট্রার চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া গবাদি পশুর ওষুধ বিক্রির নির্দেশনা দেয়ার পরও সোমবার সাইশ্রী এলাকার দোকানী মো. জাহিদুল ইসলাম তার ঔষধের দোকানে ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ও গরু মোটাতাজাকরণের জন্য ব্যবহৃত স্টেরয়েড বিক্রির প্রমাণ পাওয় গেছে। পরে তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে ঔষধ আইন ১৯৪০ এর১৮ ধারা লংঘন করার জন্যে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া প্রত্যেকটা খামারি ও ফার্মেসিকে ভেটেনারি ডাক্তার এর অনুমোদন ছাড়া ওষুধ বিক্রি না করার জন্য পত্র দেওয়া হয়েছে।

Advertisements