গাজীপুরের কাপাসিয়ায় কার্ভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি (লড়ি) গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় কাপাসিয়া-বলখেলা বাজার সড়কের আরিফ দর্জির বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার এসআই মো. নাহিদ হাসান জানান, নিহত ব্যক্তি ময়মনসিংহের ধোবাওড়া থানার খাগগড়া গ্রামের মৃত মজিবুরের ছেলে ইউসুফ (১৮) এবং একই এলাকার ছাত্তারের ছেলে আবু বক্কর (২২)। দুর্ঘটনার পরই কার্ভার্ডভ্যান ও ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, দ্রুত গতির ইটবোঝাই ট্রলি কাপাসিয়া থেকে কালিগঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা কাভারভ্যানকে সাইট দিতে গিয়ে ট্রলিটি গাছের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধান ক্ষেতে চলে যায়। এ সময় ট্রলির পেছনে ইটের উপর বসা দুই শ্রমিক ছিটকে পড়ে ইটের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ওসি ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।