কাপাসিয়ায় আদালতের আইন অমান্য করে জমি জবরদখল
Advertisements

গাজীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলার খোদাদিয়া গ্রামের ভুক্তভোগী এ. কে. আবু হানিফ জানান, ১৯৮৭ সালে আমি সোয়া ১২ শতাংশ জমি ক্রয় করে ৩৫ বছর যাবত ভোগদখলে আছি। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও গত কয়েকদিন যাবত অভিযুক্ত আব্দুল আউয়ালের নেতৃত্বে আমার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে গত (৩০ ডিসেম্বর ২০২১) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। ওই অভিযোগে অভিযুক্তরা হলেন, উপজেলার খোদাদিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মনির হোসেন ও জাহাঙ্গীর হোসেন।

এসব বিষয়ে অভিযুক্ত আব্দুল আউয়াল জানান, ওই জমি আবু হানিফ ক্রয় করার আরও ১৫ বছর আগেই আমি ক্রয় করেছি। অতএব জমির প্রকৃত মালিক আমি। আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, দুই-একজন মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছি। কিন্তু তারা ভেঙে দিয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া থানার এএসআই হেদায়েত জানান, নির্মাণ কাজ করার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আতালতের নিষেধাজ্ঞা লঙ্ঘনের কোনও সুযোগ নেই।

Advertisements