কাপাসিয়ার টোক দিঘীরপাড়ে পোনা মাছ অবমুক্তকরণ
Advertisements

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দিঘীরপাড়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ২০২১- ২০২২ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় দিঘীতে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ ঘটিকায় উপজেলার টোকে রুই ,কাতলা মৃগেলসহ দেশিয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

টোক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ জলাশয়ে অবমুক্ত করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন কাপা‌সিয়া উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি সা‌বেক সংসদ সদস‌্য জনাব মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান প্রধান,অ‌ফিসার ইনচার্জ আলম চাঁদ, কাপা‌সিয়া উপ‌জেলা যুবলী‌গ সভাপ‌তি সাখাওয়াত হো‌সেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, টে‌াক ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি জনাব এম এ জ‌লিল, সাধারণ সম্পাদক ম‌ফিজ উদ্দীন মেম্বার, কাপাসিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমির হামযা, টোক ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান শরীফ আঃ ওয়া‌হিদ, মানবতা ঘরের প্রতিষ্ঠাতা ও উজলী‌ দিঘীরপাড় সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দীন, টোক ইউ‌নিয়ন যুবলী‌গ সভাপ‌তি আমানউল্লাহ, সাধারণ সম্পাদক কামাল শাহ‌রিয়ার, টোক ইউ‌নিয়ন ছাত্রলী‌গ সভাপ‌তি সে‌লিম রহমান,সাধারণ সম্প‌াদক আলমগীর হোসেন র‌নি সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisements