
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজুলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা নিতে আসেন।
এ ক্যাম্পের মাধ্যমে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। ক্যাম্পটি পরিচালনা করেন দুইজন অভিজ্ঞ চিকিৎসক, যারা প্রায় ৪০ জনেরও বেশি রোগীকে সরাসরি চিকিৎসা প্রদান করেন।
চিকিৎসা সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. এবিএম সাদিকুল্লা, যিনি মেডিসিন ও যৌন-চর্ম রোগ বিশেষজ্ঞ এবং ডা. শফিকুল ইসলাম ভূঁইয়া, যিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ ও বিডি হেলথ সেন্টারের চেয়ারম্যান।
এ বিষয়ে ডা. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “সাধারণ জনগণের কাছে বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, প্রত্যন্ত এলাকার মানুষও যেন সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায়।”
এই মহতী উদ্যোগে স্থানীয়রা অত্যন্ত উপকৃত হয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকেই জানান, অর্থের অভাবে কিংবা শহরে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ না থাকায় অনেক সময় গ্রামের সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। এমন মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে তারা অনেক উপকার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে ও দীর্ঘ সময়ব্যাপী এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।
স্থানীয়দের মধ্যে এই মানবিক উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষ আশাবাদী যে, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।