
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গরু চুরির সময় চারজন চোরকে গরুসহ আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৪ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘিয়া সরদারবাড়ি এলাকার আব্দুল গনি সরদারের গোয়ালঘর থেকে বিদেশি জাতের একটি গরু চুরি করে পিকআপযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চোরচক্রটি। সন্দেহভাজন গাড়িটি ঘোড় দৌড়ানির মাঠ এলাকায় পৌঁছালে স্থানীয়রা গতিরোধ করে তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চুরির ঘটনা স্বীকার করে তারা।
পরে স্থানীয় জনতা গরু ও চোরসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় চক্রের আরও একজন সদস্য পালিয়ে যায়। আটককৃতরা হলেন—রাহাত সিকদার (সিকদারবাড়ি), আমান উল্লাহ (নুইন্না চান মিয়ার ছেলে), ফাহাত সরদার (সাবেক ইউপি সদস্য ফজলু মেম্বারের নাতি), ও সুজন সরদার (জয়নাল সরদারের ছেলে)। ঘটনাস্থল থেকে চোরদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন স্থানে গরু, অটোর ব্যাটারি, বৈদ্যুতিক যন্ত্রাংশসহ নানা জিনিস চুরির ঘটনা বেড়েই চলেছে। চোরচক্রটি এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও এক গরু খামারির ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে বাঘিয়া ও আশপাশের এলাকায় চুরি করে আসছে।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে পলাতক সদস্যসহ চক্রের পেছনে থাকা শক্তিগুলোকেও আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।