গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা বালুর মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি, মেধা, দারিদ্য বিমোচন-প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন-এ স্লোগানকে সামনে রেখে শনিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’র (এলডিডিপি) সহযোগিতায় ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণিসম্পদ বাস্তবায়ন কমিটির সভাপতি মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহসভাপতি অ্যাডঃ আমানত হোসেন খান, উপজেলা আ’লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, রওশান আরা, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন,
স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা: মো: রাশেদুজ্জামান।