কাতারের আইনসভা মজলিশ আশ-শুরার নির্বাচনে ফলাফল প্রকাশ করা হয়েছে। আইনসভার ৩০টি আসনে অনুষ্ঠিত এই নির্বাচনের ফল রোববার প্রকাশ করা হয়।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কাতারি নাগরিকদের সরাসরি ভোটে দেশটির আইনসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪৫টি আসনের মধ্যে ৩০টি আসনে অনুষ্ঠিত নির্বাচনে ৩০ নারী প্রার্থীসহ মোট ২৮৪ প্রার্থী অংশগ্রহণ করেন।
তবে নির্বাচনে কোনো নারী প্রার্থী জয় লাভ করেননি।
রোববার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মোট ভোটারের ৬৩.৫ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনের বাইরে থাকা ১৫ আসনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি মনোনয়ন দেবেন।
সূত্র : আলজাজিরা