ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম কর বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “সাধারণ মানুষ এমনিতেই অর্থনৈতিক চাপে আছে। কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও জটিল হবে। বাজারে পণ্যের দাম বৃদ্ধি পাবে এবং গরিব ও মধ্যবিত্ত আয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে।”
রেজাউল করীম অভিযোগ করেন, রাজস্ব আদায়ের জন্য সরকার শুল্ককর বৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে। এর ফলে চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে নিম্ন ও প্রান্তিক আয়ের মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, “পরোক্ষ কর ধনী-গরিব সবার ওপর সমানভাবে প্রযোজ্য। তবে, এর প্রকৃত বোঝা গরিব মানুষের উপরই বেশি পড়ে। এর ফলে সমাজে আর্থিক বৈষম্য আরও বাড়বে।”
তিনি আরও বলেন, সরকার জনগণের প্রতিনিধি, রাজনৈতিক দল এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করেই কর বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এমন পদক্ষেপ জনরোষ বাড়াবে এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মুফতী রেজাউল করীম প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণের উপর যেন কোনো অর্থনৈতিক চাপ সৃষ্টি না হয়, সেই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। জনস্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত নেওয়া হলে তা পরিস্থিতি আরও সংকটময় করে তুলবে।”
চরমোনাই পীর এ সময় সরকারকে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং জনবান্ধব নীতিমালা প্রণয়নের তাগিদ দেন।