বংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন
Advertisements

করোনাভাইরাসের বুস্টার ডোজ দেয়ার বয়সসীমা আরো কমানো হয়েছে। এবার বুস্টার ডোজ দেয়ার ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের করোনার বুস্টার ডোজ দেয়ার বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল। পরে তা কমিয়ে ৫০ বছর করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত ৫০ বছর পর্যন্ত বুস্টার ডোজ দিচ্ছি। কিন্তু আমরা খুব বেশি পরিমাণ সাড়া পাচ্ছি না। এখন পর্যন্ত খুবই কম সংখ্যক মানুষ বুস্টার ডোজ নিয়েছে। তাই এখন থেকে ৪০ বছরেও পাবে বুস্টার ডোজ। আমাদের হাতে নয় কোটি টিকা রয়েছে।

তিনি বলেন, এতদিন ১২ বছরের ঊর্ধ্বে শুধু স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছিল। এখন এটা ওপেন করে দেয়া হলো।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই বয়সী সবারইতো স্কুলে যাওয়ার কথা। তারপরও আমরা চিন্তা করলাম, অনেকেই হয়তো আসে না বা কাজকর্মে থাকে; সেজন্য বিভিন্ন জায়গায় যারা আছেন, ১২ বছরে ঊর্ধ্বে হলেই সবাইকে টিকা দেয়া হবে। বাংলাদেশের নাগরিক হলেই তিনি টিকা পাবেন।

Advertisements