এটা আফগান জাতির গর্বের জয়
Advertisements

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার দুই দিন পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আফগানিস্তানের রাজধানী জয়কে গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছে তালেবান।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ প্রথমবারের মতো ক্যামেরার সামনে এসে বলেন, ২০ বছর সংগ্রামের পর আমরা দেশকে মুক্ত করেছি, বিদেশীদের বহিষ্কার করেছি।

তিনি বলেন, পুরো জাতির কাছে এটা একটা গর্বের মুহূর্ত।

গণমাধ্যম প্রসঙ্গে
গণমাধ্যমগুলোর উচিৎ আমাদের বিরুদ্ধে কাজ না করা বলে মন্তব্য করেছে তালেবান। রোববার সমগ্র আফগানিস্তান নিয়ন্ত্রনে নেয়ার পরে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছে তালেবান। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা আমাদের সংস্কৃতি অনুসারে গণমাধ্যমগুলোর কাছে দায়বদ্ধ। তবে কোনো কিছুই ইসলামী মূল্যবোধবিরোধী হওয়া উচিৎ নয়। গণমাধ্যমগুলোকে ইসলাম অনুসারে চলা উচিৎ।

তিনি আরো বলেন, গণমাধ্যমগুলোর উচিৎ আমাদের ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দেয়া যাতে করে আমরা আফগান জাতির সেবা করতে পারি। কিন্তু, গণমাধ্যমের উচিৎ নয় আমাদের বিরুদ্ধে কাজ করা। আফগান জাতির একতার জন্য গণমাধ্যমগুলো কাজ করা উচিৎ।

Advertisements