এএসপি - এএসপি শিপন হত্যার প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন - সত্য ও নিরপেক্ষ সংবাদ
Advertisements

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন কাপাসিয়া টুরিস্ট এসোসিয়েশন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধ চত্বর কাপাসিয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

টুরিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রধান শিক্ষক মনিরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমানত হোসেন খান, অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এমদাদুল হক, প্রাথমিক শিক্ষক সমিতি গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক আশরাফুল আলম, কাপাসিয়া ডায়াবেটিক সমিতির সিও ডা:জুলকারনাইন ইবনে নোমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন দর্জি বকুল, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন, শিক্ষক আতিকুল ইসলাম, টুরিস্ট এসোসিয়েশনের প্রচার সম্পাদক আসাদুল্লাহ মাসুম।

উল্লেখ্য, নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন কাপাসিয়ার সনমানিয়া আড়াল গ্রামের সন্তান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ৩১তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দেন।

কাপাসিয়া প্রতিনিধি/ আসাদুল্লাহ মাসুম

Advertisements