উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত
Advertisements

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং অন্তত ৭৮ জন আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এই বিমানকে প্রশিক্ষণ বিমান বলে যে খবর ছড়িয়েছে, তা ভুল এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে তারা বিষয়টি পরিষ্কার করে জানায়, বিমানটি প্রশিক্ষণ মিশনে থাকলেও এটি একটি যুদ্ধবিমান—নির্দিষ্ট করে বলা হয়, এটি ছিল একটি এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান, যা চীনে তৈরি এবং বাংলাদেশ বিমানবাহিনীর বহরে রয়েছে।

আইএসপিআরের তথ্যমতে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুলের চত্বরের একটি দুইতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুপুর ১টা ১৮ মিনিটে ঘটনাটি সম্পর্কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানতে পারে এবং দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই স্কুল ভবনে আগুন ধরে যায়। দগ্ধ ও আহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে বিমানের পাইলটও রয়েছেন বলে আইএসপিআর নিশ্চিত করেছে।

দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

আইএসপিআর বলেছে, এই ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো, তা বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

Advertisements