
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদ হলো নৈকট্য ও ভালোবাসার দিন। এ উপলক্ষে দেশজুড়ে ঈদের জামাতে অংশগ্রহণকারী সবাইকে, বিশেষ করে নারী ও প্রবাসী শ্রমিকদের, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমাদের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তা সব প্রতিকূলতা সত্ত্বেও অটুট রাখতে হবে। ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করি।”
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রধান উপদেষ্টার পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নামাজের আগে থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল নামে। আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে মুসল্লিরা পল্টন মোড়, মৎস্য ভবন, হাইকোর্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঈদগাহে প্রবেশ করেন।
এবারের ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এবং ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেন মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়। প্রায় ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট আয়তনের এ মাঠে একসাথে ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল।