ইহুদিবাদী ইসরাইলে ভয়াবহ হামলায় নিহত ৫
Advertisements

ইসরাইলের তেল আবিবের উপকণ্ঠে বন্দুকধারীর ভয়াবহ হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় হামলা বলে দেশটির চিকিৎসকরা জানিয়েছেন।

উগ্রবাদী ইহুদি অধ্যুষিত বেনি ব্র্যাকে এ হামলা ঘটে। বেনি ব্র্যাক ইসরাইলের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোর একটি।

বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে ইসরাইলের জরুরি সেবার কাজে নিয়োজিত এক চিকিৎসক নিশ্চিত করেছেন।

ইসরাইলের টেলিভিশন স্টেশনগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি কালো পোশাক পরিহিত এবং তিনি ইসরাইলের বাণিজ্যিক রাজধানীর একটি রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তিনি অ্যাসল্ট রাইফেলের দিকে ইঙ্গিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে এবং তার পর রাস্তায় ও একটি গাড়িতে থাকা মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি।

এর আগে গত সপ্তাহে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ারশেবাতে ছুরিকাঘাত ও গাড়িচাপায় চারজন নিহত হন। পরে একজন পথচারীর গুলিতে তিনিও নিহত হন।

সূত্র : বিবিসি

Advertisements