পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, তরুণ প্রজন্মের পারস্পরিক যোগাযোগ এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
ইসহাক দার পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফের শুভেচ্ছা পৌঁছে দেন। জবাবে অধ্যাপক ইউনূসও উষ্ণ শুভেচ্ছা জানান এবং সার্ক বিষয়ক আলোচনায় উভয় দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দুই অর্থনীতি পরিপূরক। বহু ক্ষেত্রে একসাথে কাজ করার সুযোগ রয়েছে।” তিনি দারিদ্র্য বিমোচন ও কমিউনিটি উন্নয়নে অধ্যাপক ইউনূসের অবদানের প্রশংসা করে বলেন, “বাংলাদেশ সৌভাগ্যবান যে তার মতো একজন বিশ্বকে অনুপ্রাণিত করা নেতা রয়েছে।”
প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমি সার্ককে উৎসাহিত করি এবং পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকারের একটি হিসেবে দেখি।”
তিনি সাংস্কৃতিক বিনিময়ের প্রসঙ্গ টেনে বলেন, “যখন পাকিস্তানি শিল্পীরা বাংলাদেশে গান পরিবেশন করেন, মানুষ সেগুলো আন্তরিকভাবে গ্রহণ করে। এই চেতনার ভিত্তিতেই আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে।”
১৩ বছর পর বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসহাক দার। তিনি জানান, দুই দেশের মধ্যে নৌ ও বিমান যোগাযোগ উন্নয়নে কাজ চলছে। অক্টোবরের মধ্যে ফ্লাই জিন্নাহ ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু করবে এবং পিআইএ বেসরকারিকরণের পর ঢাকা রুটেও সরাসরি ফ্লাইট চালু করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া সফরকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশের বাণিজ্য ও জ্বালানি উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন।





































