ইসরাইলি বিমান হামলার জবাব দিলো হিজবুল্লাহ
Advertisements

ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার জবাবে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আজ (শুক্রবার) আবার রকেট হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত শেবা ফার্ম এলাকায় ইহুদিবাদী ইসরাইলের সেনা অবস্থান লক্ষ্য করে এসব রকেট হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সকাল সোয়া এগারোটার দিকে হিজবুল্লাহ যোদ্ধারা ১২২ ক্যালিবারের অন্তত ২০টি রকেট ছোঁড়ে।

লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর নিশ্চিত করেছে। অন্যদিকে, আল-মানার টেলিভিশন জানিয়েছে, দাউফ সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব রকেট ছোঁড়া হয়।

লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, লেবাননের শিবা শহরের আল-আরকুব এলাকা থেকে রকেট ছোঁড়া হয়েছে। রকেট ছোঁড়ার পরপরই ইসরাইল অধিকৃত গোলান উপত্যকাসহ বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলের লোকজনকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে। রকেট হামলার পর ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ জরুরি বৈঠকে বসেন।

আল-জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরাইলের সামরিক বাহিনী লেবাননের কাফর শুবা পাহাড়ি এলাকায় বিমান হামলা চালায় এবং ফসফরাস বোমাবর্ষণ করে। সেখানকার ফসলের ক্ষেতে আগুন ধরে যায়। এর আগে, গতকাল ইসরাইলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায়। ওই হামলার জবাবে হিজবুল্লাহ আজ ক্ষেপণাস্ত্র হামলা চালালো। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন হিজবুল্লাহকে অভিনন্দন জানিয়েছে।

পার্সটুডে

Advertisements