মাইক পম্পেও
Advertisements

উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বক্তব্য দিয়েছেন তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জামির কাবুলভ আজ (বুধবার) এক বিবৃতিতে বলেন, পম্পেও যে বক্তব্য দিয়েছেন তা একেবারে সারবত্তাহীন এবং অযৌক্তিক। এর সমর্থনে কোনো তথ্য নেই। ইরান এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি কোনো তথ্য-প্রমাণও তুলে ধরতে পারেন নি।

গতকাল মাইক পম্পেও ওয়াশিংটন প্রেস ক্লাবে এক বক্তৃতায় ইরান এবং আল-কায়েদার মধ্যে সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, আল-কায়েদার নতুন ঘাঁটি হচ্ছে ইরান। তবে তিনি এ সমস্ত বক্তব্যের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ তুলে ধরেন নি। মার্কিন গোয়েন্দা সংস্থার বিশেষ গোপন রিপোর্ট প্রকাশ করার নামে তিনি এই সমস্ত কথা বলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জামির কাবুলভ বলেন, তার বক্তব্যের ধরন দেখে মনে হচ্ছে মার্কিন প্রশাসনের শেষ পর্যায়ে এসে তারা এমন কিছু করতে চান যাতে ইরান আঘাতপ্রাপ্ত হয়।

পার্সটুডে

Advertisements