সাজা স্থগিত
Advertisements

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন বলে জানিয়েছেন তাঁর বোন উজমা খানম। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ৩০ মিনিটের সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব জানান। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এ তথ্য জানিয়েছে।

উজমা বলেন, নানা গুজবের বিপরীতে ইমরানের শারীরিক অবস্থা ভালো, তবে তিনি ‘মানসিক নির্যাতনের’ অভিযোগ তুলেছেন। উজমার দাবি, ইমরানকে দিনের বেশির ভাগ সময় কক্ষে আটকে রাখা হয় এবং খুব অল্প সময়ের জন্য বাইরে বের হতে দেওয়া হয়। সাক্ষাতের সময় তিনি কারও সঙ্গে যোগাযোগও করতে পারেননি।

ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দীর্ঘদিন না দেওয়ায় পিটিআই পরিবার ও নেতারা অভিযোগ করে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের সামনে পিটিআইয়ের কয়েকটি বিক্ষোভও হয়। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেন, ২৭ অক্টোবরের পর থেকে কেউ ইমরান বা তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি—এতে দেশজুড়ে উদ্বেগ ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অবস্থান কর্মসূচি ঠেকাতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী বলেছেন, আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সন্ত্রাসী হুমকির কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ভিপিএন ব্যবহারের বিরুদ্ধে পিটিএ’র সহযোগিতায় নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, ১৪৪ ধারা কার্যকরে অন্তত ৩,০০০ নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। আদিয়ালা কারাগারমুখী সড়কে পিকেট বসানো হয়েছে এবং রেড জোনের আশপাশের কিছু রাস্তা বন্ধ রয়েছে।

গত কয়েক সপ্তাহে ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে পিটিআই বেশ কয়েকটি বিক্ষোভ করেছে। দলটির অভিযোগ, ১৯ নভেম্বরের বিক্ষোভের পর ইমরানের বোনসহ কয়েকজন নেতাকে ‘সহিংসভাবে আটক’ করা হয়েছিল। যদিও ইমরানের স্বাস্থ্যের বিষয়ে ছড়ানো নানা গুজবের বিপরীতে পিটিআই ও সরকারি পক্ষ উভয়েই জানিয়েছেন—তিনি শারীরিকভাবে সুস্থ।

উল্লেখ্য, ৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি। ২০২২ সালে ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। ইমরানের অভিযোগ, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Advertisements