ইউরোপে প্রাকৃতিক গ্যাসের রেকর্ড মূল্যবৃদ্ধি, তেলের দাম ৭ বছরে সর্বোচ্চ
Advertisements

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউরোপের ইতিহাসে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ২ হাজার ২০০ ডলারের উপরে উঠেছে। ২০২১ সালে ২৩ ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ দর।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বুধবার প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ৬০ শতাংশ। শুক্রবারের তুলনায় এখন দ্বিগুণ। আজ (বুধবার) প্রতি মেগাওয়াট ঘণ্টার দাম ছিল ১৯৪ ইউরো (২১৫ ডলার)।

রাইস্ট্যাড এনার্জির সিনিয়র বিশ্লেষক কৌশল রমেশ রাশিয়ার সংবাদমাধ্যম তাসকেকে বলেছেন, মিনিটে মিনিটে গ্যাসের দাম বাড়ছে। রাশিয়া-ইউক্রেন সংকটের মধ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দাম বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলেছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হওয়ায় দাম দ্রুত বাড়ছে বলে রাশিয়ার সংবাদমাধ্যম তাস জানিয়েছে।

ইন্ডিপেনডেন্ট কমোডিটি ইন্টেলিজেন্স সার্ভিসেসের বাজার বিশ্লেষক অ্যালেক্স ফ্রোলির মতে, ইউরোপে রাশিয়ান গ্যাস সরবরাহ অব্যাহত আছে। তবে পরিস্থিতি পাল্টে যাওয়ার বিষয়ে অনেক অনিশ্চয়তা এবং উদ্বেগ আছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য রাশিয়ার মালিকানাধীন ও রাশিয়া নিয়ন্ত্রিত জাহাজ নিজেদের বন্দরে নিষিদ্ধ করেছে, যা রাশিয়া থেকে তরল প্রাকৃতিক গ্যাসের চালান ব্যাহত করতে পারে।

এদিকে, রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। ২০১৪ সালের জুনের পর প্রায় ৮ বছরে প্রথমবারের মতো ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল ১১৩ ডলারে পৌঁছেছে।

আজ (বুধবার) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নানামুখী উদ্যোগ নেওয়ার পরও বিশ্ববাজারে দাম বাড়ছেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ আরও ৩০টি দেশের সংগঠন ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাজেন্সি তাদের জরুরি মজুত থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছেড়েছে। কিন্তু এরপরও দাম বেড়েই চলেছে।

পার্সটুডে

Advertisements