ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে আমেরিকা অস্ত্র দিচ্ছে: রাশিয়া
Advertisements

রাশিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধ যতটা সম্ভব দীর্ঘায়িত করার লক্ষ্য ঠিক করেছে আমেরিকা এবং এজন্যই পেন্টাগন কিয়েভকে আরো চার ইউনিট HIMARS ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। আমেরিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে একথা বলা হয়েছে।

আমেরিকা থেকে ইউক্রেনে নতুন করে অস্ত্রের যে চালান পাঠানো হচ্ছে তাতে HIMARS ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকবে বলে পেন্টাগন ঘোষণা দেয়ার পর গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে রুশ দূতাবাস এই জবাবি বক্তব্য দিল।

দূতাবাস আরো বলেছে, রাশিয়ার সেনাদের মোকাবেলায় ইউক্রেনের সেনাদের বেড়ে চলা হতাহতের ঘটনা ঢাকতে আমেরিকা কিয়েভকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে। ইউক্রেনের আত্মরক্ষার জন্য HIMARS ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়া হচ্ছে বলে পেন্টাগন যে দাবি করছে, রুশ দূতাবাস তা নাকচ করে দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী ও জাতীয়তাবাদীরা দোনবাস শহর ধ্বংস করার জন্য HIMARS ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। রাশিয়ার কূটনীতিকরা বলছেন, ইউক্রেনের সেনারা ইচ্ছাকৃতভাবে দোনেস্কের এমন সব জায়গায় হামলা চালাচ্ছে যেখানে রাশিয়ার সেনা নেই। এতে শহরের বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছেন।

Advertisements