নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো
Advertisements

আসকালান উপশহরে ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো উন্নত মানের বলে স্বীকার করেছে দখলদার ইসরাইল।

অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সাবেক কর্মকর্তা ইয়াজহার ডেভিড’র বরাত দিয়ে ইসরাইলের ৭ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের মোকাবেলায় ইসরাইলের আত্মরক্ষার সক্ষমতা প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

ফিলিস্তিনের কোনো কোনো ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, কিছু ক্ষেপণাস্ত্র উন্নত মানের। এগুলোকে ঠেকাতে ব্যর্থতায় ফিলিস্তিনি গণমাধ্যমগুলো আমাদেরকে উপহাস করছে।

এদিকে, ইসরাইলের একটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরাইলি টিভি চ্যানেল ‘কান’ জানিয়েছে, রাজনৈতিক কর্তৃপক্ষ এখনই যুদ্ধবিরতির কথা ভাবছে না। তাদের চিন্তায় এখন কেবলি সংঘাত-সংঘর্ষ।

গত মঙ্গলবার থেকে ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে বর্ণবাদী ইসরাইল। এর ফলে এ পর্যন্ত অন্তত ২৭ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইসরাইলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ফিলিস্তিনি সংগ্রামীরা।

Advertisements