দখলদার ইহুদিবাদী বাহিনীর হুমকি ও বিধিনিষেধ উপেক্ষা করেই পবিত্র আল আকসা মসজিদে বিপুল সংখ্যক ফিলিস্তিনি ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার চলমান সংঘাত পরিস্থিতিতেই পবিত্র মসজিদটিতে ঈদের জামাতে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি।
খবরে বলা হয়, ইসরাইলের অব্যাহত বিমান হামলা ও আল-আকসায় তাণ্ডবের জেরে অবরুদ্ধ গাজা উপত্যকায় এবারের ঈদুল ফিতরের সব আয়োজন বাতিল ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবার মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদটিতে মুসল্লিদের ঢল নামে। পুরুষদের পাশাপাশি নারী-শিশুদের আকসা কম্পাউন্ডে দেখা যায়।
أطفال ونساء وشيوخ وشباب يؤدون صلاة العيد في المسجد الأقصى المبارك..
أعاده الله على أقصانا محرر pic.twitter.com/KPdrZz0go5
— الجرمق الإخباري (@aljarmaqnet) May 13, 2021
এদিকে ঈদের দিনও গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। এদিন ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে তারা।
গত সোমবার থেকে ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৮৬ শিশু ও ৩৯ নারীসহ গুরুতর আহত হয়েছেন ৩৯০ জন।