তাকওয়া পরিবহন
Advertisements

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও ঘটল তাকওয়া পরিবহনের বাসের ভয়াবহ দৌরাত্ম্য। গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে তর্ক-বিতর্কের জেরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যাত্রী ইলিয়াস হায়দার শেখ (৩৬) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দশদ্রোন এলাকার মৃত সোবহান শেখের ছেলে। তিনি গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রায় আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন।

এ ঘটনায় তাকওয়া পরিবহনের চালক মিলন মিয়া (২৮) ও হেলপার তুফান মিয়া (২০)-কে গ্রেফতার করেছে নাওজোড় হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, বাসের হেলপার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করলে যাত্রী ইলিয়াসের সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে হেলপার ও চালক মিলে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং দ্রুতগতিতে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইলিয়াসকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকওয়া পরিবহনের বিরুদ্ধে অভিযোগের ইতিহাস

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তাকওয়া পরিবহনের বিরুদ্ধে এর আগেও বেপরোয়া চালানো, যাত্রী নির্যাতন ও ভাড়া নিয়ে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। গত কয়েক বছরে এই পরিবহনের বাসচালকদের কারণে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে।

নওজোড় হাইওয়ে থানার এসআই করিম মিয়া বলেন, “তাকওয়া পরিবহনের বাসগুলো নিয়মিতই অতিরিক্ত ভাড়া আদায় ও রূঢ় আচরণের জন্য অভিযোগের মুখে পড়ে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

স্থানীয় যাত্রীরা বলছেন, “তাকওয়া পরিবহনের বাসে চড়লেই ভাড়া নিয়ে ঝামেলা, গতি নিয়ন্ত্রণহীন, আর চালক-হেলপারদের আচরণ অত্যন্ত খারাপ। প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের হত্যাকাণ্ড আরও বাড়বে।”

নিয়ন্ত্রণের বাইরে মহাসড়কের গণপরিবহন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিনই হাজারো যাত্রী চলাচল করেন। কিন্তু বেপরোয়া পরিবহন ব্যবস্থাপনা, অদক্ষ চালক ও দুর্বল মনিটরিং ব্যবস্থার কারণে দুর্ঘটনা ও যাত্রী হয়রানি এখন নিত্যদিনের ঘটনা। তাকওয়া পরিবহন তার অন্যতম উদাহরণ হয়ে উঠেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকওয়া পরিবহনের সামগ্রিক কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

Advertisements