সীমান্তে বিএসএফের হত্যা চলছেই। এবার গুলি করে হত্যা করলেন সাতক্ষীরার কালীগঞ্জের আবদুর রাজ্জাক (১৯) নামে এক বাংলাদেশি তরুণকে।
রোববার (১১ জুলাই) রাত দুটার দিকে ভারতের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হিঙ্গলগঞ্জে এ ঘটনা ঘটে।
আবদুর রাজ্জাক কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান গাজীর ছেলে।
কালীগঞ্জের ভাড়াশিমলার ইউপি সদস্য আবদুল খালেক খান জানান, রোববার রাত দুটার দিকে কালীগঞ্জের বসন্তপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তে কয়েকটি গুলির শব্দ হয়। স্থানীয়ভাবে তিনি জানতে পারেন, সীমান্তের ইছামতী নদীর বিপরীত পারে ভারতের হিঙ্গলগঞ্জে গুলির ঘটনা ঘটে। সেখানে বিএসএফ ক্যাম্পের উত্তর পাশে বাংলাদেশি তরুণ রাজ্জাক বিএসএফের গুলিতে নিহত হন। রাজ্জাকের লাশ বিএসএফ নিয়ে গেছে।
রাজ্জাকের চাচা হাবিবুর রহমান জানান, রাজ্জাকের লাশ বসিরহাট বদরতলা হাসপাতালে রাখা রয়েছে। তাঁর লাশ ফেরত নিয়ে আসার জন্য তিনি বিজিবির কাছে লিখিত আবেদন করেছেন।
বিজিবির বসন্তপুর বিওপির হাবিলদার খলিলুর রহমান জানান, রাজ্জাকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে। তাঁদের লিখিত আবেদন পাওয়ার পর ভারতের হিঙ্গলগঞ্জ বিএসএফের কাছে চিঠি পাঠানো হবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে অফিশিয়ালি তাঁকে কেউ কিছু জানাননি।