দখলদার ভারতীয় সেনাদের হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। গত কয়েকদিনে স্বাধীনতাকামী যোদ্ধাদের সাথে দখলদার ভারতীয় বাহিনীর সংঘর্ষে তাদের সেনা সদস্যসহ বেশ কয়েকজন নিহত হয়েছে। এছাড়াও স্বাধীনতাকামী যোদ্ধাদের ধরতে কথিত অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী।
শনিবার (২৭ মার্চ) সকালে ভারত দখলকৃত কাশ্মীরের সোপিয়ান জেলায় স্বাধীনতাকামী যোদ্ধাদের ধরতে হামলা শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
এসময় পাল্টা গুলিতে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে কাশ্মীরের দুজন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হন। পাশাপাশি নিহত হন দখলদার ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য।
দখলদার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ কর্মকর্তা বিজয় কুমার বলেন, বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের জন্য পুলিশ, সেনাবাহিনী এবং বিশেষ ফোর্সের নেতৃত্বে অভিযান শুরু করা হয়। আমরা যখনই এলাকাটি ঘিরে ফেলি, ঠিক তখনই বিপরীত দিক দিয়ে গুলি বর্ষণ শুরু হয়।
এর আগে শুক্রবারও দখলদার ভারতীয় বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী যোদ্ধাদের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হন।