আফগানিস্তান পরিস্থিতি নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই
Advertisements

পশ্চিমা গোয়েন্দারা আশঙ্কা করতেছে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি দক্ষিণ এশিয়াসহ পুরো বিশ্বকে অস্থিতিশীল করতে পারে। আফগানিস্তানের চলমান পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আফগানিস্তান নিয়ে বাংলাদেশের শঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছি না।

রোববার (১১ জুলাই) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ড. মোমেন বলেন, আফগানিস্তান নিয়ে আমরা অত শঙ্কিত নই। আফগানিস্তান নিয়ে পাকিস্তান বা ইরান, এরা শঙ্কিত থাকার কথা, বিশেষ করে উজবেকিস্তান। আমাদের অত শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা বিষয়টির ওপর নজর রাখছি।

আফগানিস্তান থেকে আমেরিকাসহ অন্যান্য দেশের সৈন্যরা চলে যাচ্ছে। পশ্চিমা দেশগুলোর সেনা প্রত্যাহারের প্রস্তুতি যখন একেবারে শেষ পর্যায়ে, তখন দেশটিতে তালেবানের হামলা বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানের উত্তরাঞ্চলে বড় ধরনের অভিযান শুরু করেছে সশস্ত্র সংগঠনটি।

অভিযানে সরকারি সেনাদের কাছ থেকে বেশকিছু এলাকার দখল নিয়েছে তালেবান। বিভিন্ন এলাকায় তুমুল লড়াই চলছে সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে। এ প্রেক্ষাপটে দেশটিতে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের দূতাবাস বন্ধ করে কূটনীতিকরা কাবুল ছেড়ে যাওয়ার প্রস্তুতিতে রয়েছেন। অনেক দেশ তাদের কূটনীতিকদের স্বদেশে ফিরিয়ে নিয়েছে। ইণ্ডিয়াও রাতের অন্ধকারে তাদের কর্মকর্তাদের সরিয়ে নিছে।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছি। আমাদের উজবেকিস্তানের দূতাবাসকে দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই, দেশটিতে চলমান অস্থিরতা কেটে যাক। কারণ দেশটির অস্থিরতা এর নিকট প্রতিবেশী ছাড়াও পুরো অঞ্চলের জন্য সুখকর হবে না।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছিল আল-কায়েদা। সেই হামলার জেরে সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র প্রায় ২০ বছর অবস্থান করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক বাহিনী। এ বছরের এপ্রিলের মাঝামাঝি আফগান যুদ্ধ অবসানের জন্য বাইডেন প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেন। তখন বাইডেন বলেছিলেন, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের আগেই শেষ মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে আসবেন। তার মধ্য দিয়ে দুই দশকের আফগান যুদ্ধের অবসান ঘটবে। তবে এই সপ্তাহে ঘোষণা করেছেন আগস্টের আগেই মার্কিন সব সেনা প্রত্যাহার করা হবে।

এরইমধ্যে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (৮ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন আগামী ৩১ আগস্ট শেষ হবে।

যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়া শুরুর পর থেকে তালেবানরা বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণে নেওয়া শুরু করে। শুক্রবার (৯ জুলাই) সশস্ত্র গোষ্ঠী দাবি করে, তারা আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা দখলে নিয়েছে। দেশটির ৪০০ জেলার মধ্যে ২৫০টিই তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, তালেবান কর্তৃক আফগানিস্তান দখল হয়ে গেলে এ অঞ্চলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এতে এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে। যা শুধু বাংলাদেশকে নয়, এ অঞ্চলের অন্য রাষ্ট্রগুলোকে কিছুটা শঙ্কিত করছে।

এদিকে, আগামী ১৫ ও ১৬ জুলাই মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলো যোগাযোগ বা কানেক্টিভিটি ইস্যুতে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে দুদিনের আন্তর্জাতিক সম্মেলনে বসতে যাচ্ছে। ওই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

Advertisements