আফগানিস্তান থেকে আংশিক সেনা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলেও দুটি বৃহৎ মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে।
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি গতকাল (বুধবার) এ ঘোষণা দেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে আড়াই হাজার সেনা ফিরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে পেন্টাগনের।
আফগানিস্তানের ছোট ছোট ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করার ওপর বেশি গুরুত্ব দেয়া হবে বলে তিনি জানান। তবে তিনি পরিষ্কার করেন নি যে, কোন দুটি বড় ঘাঁটি মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রাখা হবে। আফগানিস্তানে সবচেয়ে বড় দুটি মার্কিন সামরিক ঘাঁটি হচ্ছে কান্দাহার এয়ারফিল্ড ও বাগরাম ঘাঁটি।
গতমাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা প্রত্যহারের কথা ঘোষণা করেন।
পার্সটুডে