আফগানিস্তানে সহিংসতা কমাতে তালেবান রাজি
Advertisements

আফগানিস্তানে ব্যাপক আকারে সহিংসতা ছড়িয়ে পড়ায় শান্তি আলোচনা নিয়ে প্রশ্ন ওঠার পর তালেবানরা মার্কিন বাহিনীর কাছে সহিংসতা ও হতাহত কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। আমেরিকার বিশেষ দূত জালমে খালিলজাদ এ কথা জানান।

তিনি বলেন, এখানো অনেক আফগান মারা যাচ্ছে। আমরা চাই এই সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে কমতে হবে।

গত ২৯ ফেব্রুয়ারি তালেবানের সঙ্গে আমেরিকার শান্তিচুক্তিতে নেতৃ্ত্ব দেন খালিলজাদ।

তিনি এক টুইটারে বলেন, চুক্তির শর্তগুলো কঠোরভাবে মেনে চলতে আমি ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল অস্টিন মিলার অনেকবার তালেবানের সঙ্গে আলোচনা করেছি।

এর মানে হলো অভিযান সংখ্যা কমিয়ে আনা।

খালিলজাদ বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামলার সংখ্যা বেড়েছে, যা শান্তি প্রক্রিয়া হুমকির মুখে ফেলেছে। এতে আফগান জনগণ, তাদের স্থানীয় ও আন্তর্জাতিক সমর্থকরা আশঙ্কা প্রকাশ করছে।

সূত্র: এএফপি

Advertisements