আফগানিস্তানে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র উপস্থিতি রয়েছে বলে ইসলামাবাদ যে অভিযোগ করেছে তালেবান সরকার তা প্রত্যাখ্যান করেছে।
আফগানিস্তানে টিটিপি’র সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে এবং সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে হামলা চালাচ্ছে- এই অভিযোগে গত সপ্তাহে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে চালানো ওই হামলায় প্রায় অর্ধশত মানুষ নিহত হয়।
এর আগে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান প্রদেশে সন্ত্রাসীদের হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়। ইসলামাবাদ ওই হামলার জন্য আফগানিস্তানে আশ্রয় নেয়া টিটিপি’র সদস্যদের দায়ী করে।
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার কাবুলে বলেছেন, “আমরা আফগানিস্তানে টিটিপি’র উপস্থিতির অভিযোগ প্রত্যাখ্যান করছি এবং ঘোষণা করছি যে, পৃথিবীর কোনো দেশের ওপর হামলার কাজে আফগাস্তিানের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না।”
মুজাহিদ বলেন, আফগানিস্তানের পাহাড়ি ও দূরবর্তী এলাকাগুলোতে কিছু সমস্যা থেকে থাকতে পারে তবে আফগান সেনারা তাদের দেশ রক্ষা করতে সক্ষম। তিনি পাকিস্তানের সঙ্গে সৃষ্ট উত্তেজনা কূটনৈতিক উপায়ে নিরসন হবে বলে আশা প্রকাশ করেন। জবিউল্লাহ মুজাহিদ বলেন, যদি পাহাড়ি এলাকাগুলিতেও কোনো সমস্যা থেকে থাকে তাহলে তা যৌথভাবে সমাধান করতে হবে সামরিক আগ্রাসন চালিয়ে নয়।




































