আফগানিস্তানে আইএসআইএসকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা এবং ব্রিটেন
Advertisements

আমেরিকা এবং ব্রিটেন আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস-কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে আজ ওই অভিযোগ করেন। কাবুলভ বলেন: আমেরিকা এবং ব্রিটেন আফগান-দায়েশ সন্ত্রাসী গোষ্ঠির অবস্থান শক্তিশালী করে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেশি সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার জন্য এই গোষ্ঠিকে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চায় তারা। সেন্ট্রাল এশিয়ার দেশগুলোকে রাশিয়া থেকে বিচ্ছিন্ন করাই তাদের লক্ষ্য।

স্পুতনিক জানিয়েছে কাবুলভ আরও বলেছেন, তালেবান নেতাদেরকে রাশিয়া এবং চীন থেকে দূরে রাখতে ড্রোন হামলার হুমকি দিয়েছে আমেরিকা। আমেরিকার এই হুমকির ঘটনাকে প্রকাশ্যে ‘ব্ল্যাকমেইল’ করা বলে মন্তব্য করেন কাবুলভ।

Advertisements