আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবারো নৌকা প্রতীকে জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এ জোটের দল সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
তবে তারা এবার ভাগাভাগিতে দ্বিগুণ আসন প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইনু।
গত সংসদ নির্বাচনে ১৪ দলের ১০ জন সংসদ সদস্য ছিল উল্লেখ করে ইনু বলেন, ‘আসন ভাগাভাগি যেন জোটের জন্য সম্মানজনক হয়, সেটাই প্রত্যাশা। আমাদের এখন ১০ জন সংসদ সদস্য আছেন। এবার প্রত্যাশা দ্বিগুণের মতো।’
ইনু বলেন, ‘জোটের প্রার্থীর আসনে আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী হলে সমস্যা দেখা দিতে পারে। সে বিষয়টি আওয়ামী লীগ বিবেচনা করবে বলে আশা করছি। জোটের প্রার্থীরা নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার সাথে বৈঠকে তিনি এই বার্তা পরিষ্কারভাবে দিয়েছেন যে, জোট আছে, জোট একসাথে নির্বাচন করবে। আসন ভাগাভাগির বিষয়টা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হব।’
তিনি বলেন, ‘যেকোনো লেনদেনে দর কষাকষি হবে, মন কষাকষি হবে। বন্ধুদের মধ্যে দরকষাকষি হয়, মন কষাকষি হয়। দিনের শেষে হাসিমুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাব।’
সূত্র : বাসস