অর্থনৈতিক সম্পর্ক নিয়ে নতুন অধ্যায়ের সম্ভাবনা
Advertisements

সিরিয়ার যুদ্ধ শেষ হয়ে যাওয়ায় তেহরান এবং দামেস্ক নিজেদের মধ্যে প্রকৃত বাণিজ্য চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে। এ ধরনের চুক্তি হলে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অনেক বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

একথা বলেছেন ইরানের পরিবহনমন্ত্রী রুস্তম কাসেমি। তিনি আজ (বুধবার) তেহরান থেকে একটি উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিনিধিদল নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছেন। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানান সিরিয়ায় অর্থ ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ সামের আল-খালিল।

রুস্তম কাসেমি বলেন, সিরিয়ার যুদ্ধ শেষ হওয়ার মানে হচ্ছে ইরান এবং সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। যেহেতু ইরান ও সিরিয়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাশাপাশি ছিল সেই কারণে এই সম্পর্ক তৈরির সম্ভাবনা অনেক বেশি।

তিন দিনের এই সফরে ইরানের মন্ত্রী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, প্রধানমন্ত্রী এবং অর্থ ও বাণিজ্য মন্ত্রী, যোগাযোগমন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রী, শ্রমমন্ত্রী, গৃহায়ণ ও নির্মাণমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

রুস্তম কাসেমি বলেন, এসব বৈঠকে সিরিয়ার শিল্প, নির্মাণ এবং অবকাঠামো খাত বিশেষ গুরুত্ব পবে।

পার্সটুডে

Advertisements