শিগগিরই এক্স নিয়ে আসছে অডিও‌‌–ভিডিও কলের সুবিধা
Advertisements

এবার অডিও ও ভিডিও কলের সুবিধা চালু করার ঘোষণা করলেন এক্স কর্তা এলন মাস্ক।
বৃহস্পতিবার তিনি এই ঘোষণা করেন। মাস্ক জানিয়েছেন, খুব শিগগিরই এক্সে (সাবেক টুইটার) এই ফিচার দেখা যাবে। এই সুবিধা পাবে অ্যান্ড্রয়েড, আইওএস, পিসি ও ম্যাকবুক ব্যবহারকারীরা।

মাস্ক জানিয়েছেন, কোনো রকম ফোন নম্বর ব্যবহার না করেই এই কল করা যাবে। তবে এই কলিং ফিচার কবে নাগাদ আসবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি মাস্ক।

সূত্র : আজকাল

Advertisements