জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ওই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মাদ আসিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার, ফেডারেল শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ মন্ত্রী ড. খালিদ মকবুল সিদ্দিকী এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি।
ড. মুহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পাক প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হন।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
সূত্র : আরব নিউজ পাকিস্তান