ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেসরকারি বাসভবনে বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইসরাইলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেত এবং পুলিশ গতকাল (শনিবার) সন্ধ্যায় তিনজনকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, হাইফার কাছে উত্তরাঞ্চলীয় শহর সিজারিয়ায় নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে একজোড়া বোমা মারা হয় এবং এতে সেখানে আগুন লেগে যায়। কেউ এখনো এ ঘটনার দায় স্বীকার করেনি তবে ইসরাইলি সেনাবাহিনী পরিচালিত রেডিও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে।
নেতানিয়াহু যে অঞ্চলে বাস করেন সেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকবার প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে একবার হিজবুল্লাহর ড্রোন সরাসরি নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে।
ওয়ালা নিউজ ওয়েবসাইট নেতানিয়াহুর বাড়িতে বোমার হামলা ঘটনাকে সরকারের নিরাপত্তা বিভাগের আরেকটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বলেছে, এটি খুবই বিপজ্জনক ইঙ্গিত।
পুলিশ জানিয়েছে, বোমা হামলার ঘটনা যখন ঘটে তখন ওই বাড়িতে নেতানিয়াহু বা তার পরিবার কেউ উপস্থিত ছিলেন না এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “আজ তারা প্রধানমন্ত্রীর বাড়িতে বোমা হামলা চালাচ্ছে, কাল তারা গুলি চালাবে।”