গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫০পিস আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার ইনজেকশন(বুপ্রেনোফিন) জব্দ করেছে জিএমপি’র বাসন থানা পুলিশ। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (২২আগষ্ট) ভোরে ভোগড়ার পেয়ারা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো- রংপুরের পীরগঞ্জ থানার যাদবপুর মধ্যপাড়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে মোঃ এরশাদ (৩৪) ও একই গ্রামের মোঃ হাকিমের ছেলে মোঃ ছালেক (৪২)। তারা গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া পেয়ারা বাগান এলাকার সামছুল হকের বাড়িতে ভাড়া থাকে।
পুলিশ কর্মকর্তা জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ভোগড়া পেয়ারা বাগানের সামসুল হকের ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ওই নেশাসৃষ্টিকারী ৬৫০পিস বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ’বুপ্রেনোরফিন’ ইনজেকশন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বাসন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।