গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রান্তিক পর্যায়ে খামারিদের মাঝে স্টেরয়েড ও হরমোনাল ঔষধ সমূহের অপপ্রয়োগ ও কুফল বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪০ জন খামারিদের অংশগ্রহণে বৃহস্পতিবার( ১৭ জুন) উপজেলা দুর্গাপুর ইউনিয়নের এ সচেতনতামূলক সভা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের রওশন আরা সরকার, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।