গাজীপুর কালিয়াকৈর উপজেলার কম্বলপাড়া এলাকা থেকে সেফটিক ট্যাংকের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারীর নাম সেতু আক্তার (২০)। তিনি কালিয়াকৈর উপজেলা কম্বল পাড়া এলাকার রাসেলের স্ত্রী।
বুধবার (২৬ মে) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সেতু আক্তারকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। পরে রক্তের দাগের সূত্র ধরে সেফটি ট্যাংকের ভিতরে সেতুর লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছেন।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর সঠিক তথ্য জানা যাবে। তবে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।





































