শ্রীপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে ককটেলসহ চারজন আটক
Advertisements

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের এক গোডাউন থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী তিন যুবক ও এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তারা আজকের আলোকিত সকাল নামে একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার ( ৬ মে ) বিকেলে উপজেলার বরমী বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার মধ্যে বালুবাড়ী গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে মো. তানভীর আহম্মেদ (৪০), বরিশালের বাকেরগঞ্জ থানাধীন আফালকাটি গ্রামের শেখ মো. রুহুল আমীনের ছেলে শেখ মাহমুদুল হাসান (৩১), বরগুনার পাথরঘাটা উপজেলার গেয়ানপাড়া গ্রামের বসিরুল হক বাদলের মেয়ে রহিমা আক্তার মুক্তা (২৪) ও নাটোরের লালপুর থানার টিটিআই লালপুর গ্রামের মশিউর রহমানের ছেলে মাহমুদুর রহমান (২৫)।

বরমী বাজারের দোকানদার কফিল উদ্দিন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে অপরিচিত এক ব্যক্তি চুন কেনার কথা বলে দরদাম ঠিক করেন এবং হাতে থাকা বাজারের ব্যাগ আমার দোকানে রেখে বিশ মিনিট পর এসে চুন ও ব্যাগ নেবেন বলে জানান। এর আধাঘণ্টা পর এক নারীসহ তিন যুবক সাংবাদিক পরিচয়ে এসে দোকানের বিভিন্ন জায়গা তল্লাশি শুরু করেন। পরে ওই ব্যক্তির রেখে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ককটেল পাওয়ার কথা জানিয়ে ছবি উঠানো শুরু করেন। এর এক পর্যায়ে তারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আট লাখ টাকা দাবি করেন। এসময় আশপাশে থাকা অন্যান্য ব্যবসায়ীরা এসে ভিড় করেন।

শ্রীপুর থানার এসআই নয়ন ভুইয়া জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় তাদেরকে থানায় নিয়ে যান।

গাজীপুর কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল-মামুন জানান, ‘হেফাজতে নেয়া সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

Advertisements