পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আনন্দবাজার পত্রিকা তাদের সর্বশেষ বুলেটিনে বলেছে, তৃণমূল এগিয়ে আছে ১৯১ টি আসনে। আর বিজেপি এগিয়ে আছে ৯০ টি আসনে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪ আসনের মধ্যে কোন দল ১৪৭টি আসন পেলেই সরকার গঠন করতে পারে।
আজ রবিবার (২মে) ভারতীয় সময় সকাল আটটা থেকে গণনা শুরু হয়েছে। এখনও গণনা চলছে।
এবিপি আনন্দ জানিয়েছে, তৃণমূল এগিয়ে আছে ১৯১ টি আসনে। আর বিজেপি এগিয়ে আছে ৯৬টি আসনে। কংগ্রেস-বাম দল ও আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা এগিয়ে আছে ৫টি আসনে।
এর আগে প্রথম দফায় গত ২৭ মার্চ ৩০টি, দ্বিতীয় দফায় ১ এপ্রিল ৩০টি, তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১টি, চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি, পঞ্চম দফায় ১৭ এপ্রিল ৪৫টি, ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ৪৩ ও সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৪টি আসনে ভোট নেওয়া হয়। তবে দুই প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সপ্তম দফায় ৩৬ আসনের পরিবর্তে ৩৪ আসনে ভোট নেওয়া হয়।