গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা মোল্লা পাড়া এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় একদল চাঁদাবাজ তিন দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে এবং হামলাকারীরা রড সিমেন্টের দোকানের ক্যাশে থাকা ৩ লাখ টাকা ও পাশের মুদি দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। এসময় হামলাকারীদের বাধা দিলে একজনকে পিটিয়ে আহত করে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ এপ্রিল) তারাবির নামাজের পর। এ ঘটনায় দোকান মালিক নিজাম উদ্দিনের মেয়ে জুলি আক্তার বাদী হয়ে পাঁচ চাঁদাবাজের নামে একটি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও বাদীর এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চান্দরা মোল্লা পাড়া এলাকায় পিচ্চি আকাশের দলের সদস্য ইমন (২৭), রাব্বী হোসেন (২৫) জণ্টু মিয়া (২৭), পিংকু মিয়া (২৬) দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো নিজাম উদ্দিনের কাছে। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে রাব্বীর নেতৃত্বে ৩-৪ জন চাঁদাবাজ বুধবার তারাবির নামাজের পর নিজাম উদ্দিন ভান্ডারীর দোকানের সামনে গিয়ে চাঁদা দাবি করে। এসময় তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা দোকানে ঢুকে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় পাস্তা মিয়া নামের একজন বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে। পরে রড সিমেন্টের দোকানের ক্যাশে থাকা ৩ লাখ টাকা ও কিছু মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। নিজাম উদ্দিন ভান্ডারীর মেয়ে জুলি আক্তার বাদী হয়ে জেলে থাকা পিচ্ছি আকাশসহ ৪ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।
মামলার বাদী জুলি আক্তার জানান, আমাদের কাছে ভয়ংকর পিচ্ছি আকাশের লোকজন পাচঁ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে বুধবার রাতে এসে তিনটি দোকানে ভাঙচুর করে। ক্যাশে থাকা নগদ ৩ লাখ টাকা লুট করে এবং আরো কিছু মালামাল নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল মোল্লাহ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।