![শ্রীপুরে লকডাউন লঙ্ঘনে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা লকডাউন - শ্রীপুরে লকডাউন লঙ্ঘনে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা - সত্য ও নিরপেক্ষ সংবাদ](https://i0.wp.com/bhawalbarta.com/wp-content/uploads/2021/04/received_494806664884430.jpeg?fit=900%2C489&ssl=1)
গাজীপুরের শ্রীপুরে লকডাউনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শপিং মলে কাপড়ের দোকান খুলে ব্যবসা পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্ট অভিযানে চার দোকানিকে অর্থদণ্ড করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী।
সোমবার [৫ এপ্রিল] দুপুরে উপজেলার পৌর এলাকার (মাওনা চৌরাস্তা) কিতাব আলী প্লাজার রাজধানী গার্মেন্টসসহ চার দোকানীকে অর্থ দণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ-সময় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতে এবং সচেতনতা নিশ্চিতে কাজ করে প্রশাসন।
উপজেলা নির্বাহী (কর্মকর্তা) তসলিমা মোস্তারী জানান, করোনা ভাইরাস প্রতিরোধে তিন দোকানীকে অর্থ দণ্ড করা হয়েছে। এছাড়া উপজেলার জনবহুল বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তিন দোকানীকে মোবাইল কোর্টে ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।