রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের আদমজী কোর্ট ভবনে ভয়াবহ আগুন লেগেছে।
সোমবার (২২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় আরো পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এদিকে, আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই ওই ভবন থেকে অনেককে হুড়োহুড়ি করে বের হয়ে রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি।