বাস-ট্রাক সংঘর্ষে
Advertisements

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এগারো জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি)  সকাল সাতটার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যা তাহের  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে  প্রাথমিকভাবে জানতে পেরেছেন। নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, ১১ জন নিহত হয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র জানায়, এই দুর্ঘটনায় দুই বাসেরই চালক নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisements